![]() e~Sundaram |
Important Information for the Applicant | |||
সেমেস্টার - ১ ঃ সকল অনার্য্সের SC / ST/ OBC-B ভুক্ত এবং SOCIOLOGY HONOURS এর যে সকল আবেদন কারির নাম চলে গেছে তারা যদি ভর্তি হতে চাও তবে ১৯-০৯-২০২১ তারিখের মধ্যে দরখাস্ত সহ কলেজে যোগাযোগ করো । ভর্তি সংক্রান্ত নোটিস বাম দিকের IMPORTANT INFORMATION এ দেওয়া আছে । Read the following instruction carefully :* ফর্ম ফিলাপ এর সময় আবেদনকারীর নিজের মোবাইল নং ও নিজের ইমেইল লাগবে। নিজের ইমেইল আইডি না থাকলে আগেই তৈরি কোরে নিতে হবে। ওটিপি , ভর্তি সংক্রান্ত এবং অন্যন্ন খবরাখবর ই-মেইলে পাঠানো হবে। যে ডকুমেন্ট এর স্ক্যান কপি আপলোড করতে হবে ( .jpg) : ১। নিজের রঙ্গিন পাসপোর্ট ফটোর স্ক্যান কপি। (50 kb Max) ২। নিজ - স্বাক্ষর এর স্ক্যান কপি। (25 kb Max) ৩। H.S. পরীক্ষার মারকস সীট এর স্ক্যান কপি । (200 kb Max) ৪। মাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ড এর স্ক্যান কপি । (200 kb Max) ৫। কাস্ট সারটিফিকেট এর স্ক্যান কপি ( প্রয়োজন বোধে ) ।(200 kb Max) ৬। PH সারটিফিকেট এর স্ক্যান কপি ( প্রয়োজন বোধে ) । (200 kb Max)
|